পার্বত্য চট্টগ্রামের ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস। এর মধ্যে বর্ষবিদায় ও বরণের এ উৎসবকে চাকমাদের বিজু বা বিঝু, মারমারা সাংগ্রাই এবং ত্রিপুরারা বৈসু বলেন। জনসংখ্যার বিচারে পাহাড়ের এই তিন জাতিগোষ্ঠী প্রধান। তিন জাতিগোষ্ঠী ছাড়াও অন্য জাতিগোষ্ঠীদেরও এ উৎসবের আছে ভিন্ন নামে। এই তিন জাতিগোষ্ঠী ছাড়াও তঞ্চঙ্গ্যাদের কাছে এ উৎসব বিষু এবং ম্রো এবং চাকরা একে চাংক্রান উৎসব বলেন।
পাহাড়ের উৎসব ঘিরে মেলার আয়োজন এবারই প্রথম বলে জানান উদ্যোক্তাদের একজন বিপলী চাকমা। তিনি বলছিলেন, ‘পাহাড়ের মানুষের উৎসব নিয়ে অনেকেরই আগ্রহ আছে। পাহাড়িদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড, পোশাক, নানা ধরনের খাদ্য, ব্যবহার্য দ্রব্য, তৈজস ইত্যাদি নানা জিনিসের কদর আছে। এবারের মেলায় সেসবই তুলে ধরা হবে। পাহাড়ের মানুষের প্রাণের উৎসবের আগে এ এক নতুন উৎসব নগরবাসীর জন্য। যেখানে পাহাড়ি এবং বাঙালি সবাই অংশ নিতে পারবেন।’