সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য তাঁদের বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিএনপির সমর্থক মো. পারভেজ, সায়েদ, মো. ফয়েজ ও মহিউদ্দিনকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার রোয়াজারহাটে অস্ত্র ও গোলাবারুদ থাকার সত্যতা যাচাইয়ের জন্য যাওয়া দুই সেনাসদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে স্থানীয় বিএনপি ও যুবদলের ১০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। পরে মামলার আসামি মো. পারভেজ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় যুবদল নেতার ছোট ভাই।