বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দূরপাল্লার যানবাহন শান্তি পরিবহনের লাইনম্যান মো. গিয়াস উদ্দিন আজ সকাল সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা জানতে পেরেছি, তিনটি স্থানে পাহাড়ধস হয়েছে। এখনো ধসে পড়া মাটি সড়ক থেকে সরানোর কাজ শুরু হয়নি।’
সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘মারিশ্যা-দীঘিনালা সড়কে দু-তিনটি স্থানে পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে ধসে পড়া মাটি সরানোর চেষ্টা চলছে। আমরা দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে মাটি সরানোর কাজ শেষ করতে পারব।’