ব্যাপারটা এখন থেকেই হয়তো ভাবতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। ক্লাবগুলোর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অথচ সেখানে ইউরোপ–সেরা দল থাকবে না, তা হয় কীভাবে! ফিফারও যে এ নিয়ে তিল পরিমাণ দুশ্চিন্তা নেই, সেটাও নয়।
ভেঙে বলা যাক। এবারের ইউরোপ–সেরা এখনো নির্ধারিত হয়নি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আর যুক্তরাষ্ট্রে ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ধরে নেওয়া যাক, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। ফিফা ঠিক তখনই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। কারণ, এ দুটি দলের কেউ–ই এবার ক্লাব বিশ্বকাপে নেই। তাই ইউরোপ–সেরা দলকে ক্লাব বিশ্বকাপে না দেখার ঝুঁকিটা থেকেই যায়। যদিও সেমিফাইনালের অপর দুই দল ইন্টার মিলান ও পিএসজি জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে।