বাঁশের বেড়া দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।
ইউএনও আবুল হাসেম বলেন, যেহেতু যাদুকাটা নদে কোনো ইজারা হয়নি, তাই এখানে বালু উত্তোলনের সুযোগ নেই। অবৈধ উত্তোলন বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, চলতি বাংলা সনের জন্য জেলার কোনো বালু মহাল ইজারা দেওয়া হয়নি। ফলে পয়লা বৈশাখ থেকে সব মহালে বালু উত্তোলন, পরিবহন ও মজুত নিষিদ্ধ করে জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরিত এক চিঠি সেনাবাহিনীর ক্যাম্প, বিজিবি, পুলিশ সুপার, ট্রাক মালিক ও শ্রমিক সমিতিকে পাঠানো হয়েছে। এতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সড়কে টহল জোরদারের অনুরোধ জানানো হয়।