মৌলভীবাজারে নানা থিম আর সাজে রঙিন পূজামণ্ডপ


পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ৯৯৩টি প্রতিমা স্থাপন করা হয়েছে। এর মধ্যে সর্বজনীন ৮৬৭টি এবং ব্যক্তিগত ১২৬টি।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে বলেন, প্রশাসন থেকে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা করা হয়েছে। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি আছে। পূজা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট মৌলভীবাজারের আহ্বায়ক সুনীল কুমার দাশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, আনসার সদস্যদের নিয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের টহল থাকবে। যেসব এলাকায় মানুষের সমাগম বেশি, সেখানে সাদাপোশাকে পুলিশ থাকবে। সবাই যাতে আনন্দের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *