এক সেনা কর্মকর্তা বলেন, লাইভেলসবার্গার ‘আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডে’ নিযুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি অনুমোদিত ছুটিতে ছিলেন।
তদন্তাধীন কোনো বিষয় নিয়ে আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন এর এক মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বীরত্বের স্বীকৃতি হিসেবে লাইভেলসবার্গারকে একটি ব্রোঞ্জ তারকা দেওয়া হয়েছিল। বীরত্বের জন্য তিনি সেনাবাহিনীতে প্রশংসাও কুড়িয়েছিলেন এবং একটি কমব্যাট ইনফ্যান্ট্রিম্যান ব্যাজও পেয়েছিলেন।
ওই কর্মকর্তা আরও বলেন, লাইভেলসবার্গার আফগানিস্তানে পাঁচ দফায় যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ আত্মীয় রয়টার্সকে বলেন, লাইভেলসবার্গার ছোটবেলা থেকেই বিশেষ বাহিনীতে ‘সেনা সদস্য’ হিসেবে কাজ করতে চাইতেন। আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পর তিনি সেনাদের সেনা হয়ে ওঠেন।