এক সপ্তাহ আগে মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংহের দেওয়া জঙ্গি প্রবেশের গোয়েন্দা তথ্য প্রকাশ্যে আসার পরে রাজ্য ও গোটা দেশে বিষয়টি নিয়ে প্রবল বিভ্রান্তি তৈরি হয়। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, এই গোয়েন্দা তথ্য সম্পর্কে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি।
তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোরের পক্ষ থেকে লেখা হয়েছিল, ‘নিরাপত্তা নিয়ে গোয়েন্দা সংস্থার দেওয়া ওই তথ্যের গুরুতর প্রভাব রয়েছে। নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়কে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে, যাতে শিগগিরই যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’
কুকি সম্প্রদায়ের সর্বোচ্চ সামাজিক সংগঠন কুকি-ইম্পির তরফে এক বিবৃতিতে বলা হয়, ৯০০ কুকি জঙ্গি মণিপুরে প্রবেশ করবে বলে যে কথা বলা হয়েছে, তা ভিত্তিহীন ও মিথ্যা। কুকিদের দানবীয় ভাবমূর্তি সাধারণ মানুষের সামনে উপস্থাপিত করতেই এভাবে তথ্য বিকৃতি করা হয়।