মিয়ানমারের যুদ্ধাঞ্চলে ত্রাণ যেভাবে অস্ত্র হয়ে ওঠে


অথচ ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাঁর দেশে মানবিক সহায়তা পাঠানোর আবেদন জানিয়েছিলেন। জান্তা সরকারের প্রধানকে এমন আবেদন করতে প্রায় দেখাই যায় না।

ভূমিকম্পের পরপরই এক ভাষণে মিন অং হ্লাইং বলেছিলেন, ‘আমি যেকোনো দেশ, যেকোনো সংগঠন অথবা মিয়ানমারের যে কাউকে এগিয়ে আসার ও সাহায্য করার আহ্বান জানাচ্ছি।’

বিদেশি ত্রাণসহায়তার জন্য সব দরজা খুলে দিয়েছেন বলেও ওই ভাষণে বলেছিলেন জান্তাপ্রধান।

কিন্তু বাস্তবে সেখানে সবকিছু এতটা স্বাধীনভাবে করতে দেওয়া হচ্ছে না।

আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ ফর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেছেন, ‘সাগাইং ও মান্দালয় উভয় জায়গায় উদ্ধারকাজের অংশ ছিলেন, এমন কয়েকজনের সঙ্গে এখন আমার কথা হয়েছে। তাঁরা বলেছেন, (সেনাবাহিনী) কারফিউ জারি করেছে…সড়ক অবরুদ্ধ, তল্লাশিচৌকিগুলোর সামনে দীর্ঘ লাইন, পণ্য ও পরিষেবা প্রবেশের আগে ব্যাপক তল্লাশি চলছে এবং অনেক প্রশ্ন করা হচ্ছে।’

ওই মানুষদের ভেতরে প্রবেশ করতে দেওয়া অনেক সহজ হতে পারত বলেও মনে করেন কুইনলি। তিনি বলেন, ‘অবশ্যই মিয়ানমার জান্তা বলেছে, নিরাপত্তার কারণে এটা করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে এই যুক্তি ধোপে টেকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *