চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটন চাকমাকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটা পাহাড় সড়ক এবং শহীদ মিনার ঘুরে পুনরায় জিরো পয়েন্টে শেষ হয়।
গত রোববার দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে মিটন চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফের সংগঠক ছিলেন।