উক্যর ফুফু হলামা চিং মারমা আজ সকালে প্রথম আলোকে বলেন, উক্য সাইনের মরদেহ নিয়ে সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে তার পরিবার রওনা দিয়েছে। এলাকায় তার সৎকার করা হবে।
উক্যর মৃত্যুর খবরে এলাকাজুড়েই শোক বিরাজ করছে। গতকাল বেলা দুইটায় প্রথমে বাঙ্গালহালিয়ায় এই দুর্ঘটনার খবর আসে। তবে প্রথমে গুজব ভেবেছিলেন প্রতিবেশীরা। কিন্তু বিকেলে যখন এই ঘটনার বিষয়ে নিশ্চিত হয় পরিবার, তখন থেকেই থমকে যায় পুরো এলাকা। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা প্রথম আলোকে বলেন, উক্য তাঁর আত্মীয়ের ছেলে। এ ঘটনায় শুধু তাঁর এলাকা নয়, পুরো পার্বত্য চট্টগ্রামে শোক বিরাজ করছে। এত অল্প বয়সে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।