মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে স্মরণসভা


স্মরণসভার শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়িন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, এএলআরডি, কাপেং ফাউন্ডেশন, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

স্মরণসভায় মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য হেলেনা তালাং হিরামণ। তিনি মানবেন্দ্র নারায়ণ লারমাসহ তাঁর সঙ্গে প্রয়াত বাকি আট সহযোদ্ধার প্রতিও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *