‘মাতৃভূমি অথবা মৃত্যু’ স্লোগানটি কীভাবে এল


পরে বলিভিয়ার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াইরত গেরিলা দলের সঙ্গে যোগ দিয়ে আহত হন চে। সে অবস্থায় বলিভিয়ার সেনাবাহিনীর হাতে বন্দী হন তিনি। ১৯৬৭ সালে ৮ অক্টোবর চে গুয়েভারাকে গুলি করে হত্যা করা হয়।

ফিদেল ও চে যে স্লোগান দিয়েছিলেন, তা এখন ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে।

জুলাই গণ-অভ্যুত্থানে জনপ্রিয় হয়ে ওঠা স্লোগানের মধ্যে রয়েছে ‘চেয়ে দেখো এই চোখের আগুন, এই ফাল্গুনে হব দ্বিগুণ’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’।

নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের অনেকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটিও ব্যবহার করছেন, যেটি জনপ্রিয় হয়েছিল ভারতের বামপন্থীদের মাধ্যমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *