এরপর থানায় মাদ্রাসাশিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে গ্রেপ্তার তরুণকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীকে অবহিত করা হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ লোক সেনাবাহিনীর একটি জিপ ভাঙচুর করেন। পরে পুলিশ, সেনাবাহিনী, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি তদন্ত করা হচ্ছে।