বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিল শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ নগরের বাসা তাঁকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় শফিকুলের ভাতিজা সৈয়দ সজলকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও তাঁর ভাতিজা সৈয়দ সজলকে আটক করে। এ সময় শফিকুল ইলামের লাইসেন্স করা শটগান হেফাজতে নেওয়া হয়েছে। পরে রেদোয়ান হত্যা মামলায় শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।