মণিপুরে এবার মেইতেই জাতিগোষ্ঠীর দুজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৬


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার ওই এলাকা থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয় ব্যক্তি। এর আগে গতকাল সোমবার ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ১১ জন সন্দেহভাজন কুকি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

মৃতদেহ উদ্ধার করা ওই দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন লাইসরাম সিং (৬৩) ও মাইবাম সিং (৭১)। দুজনই মেইতেই জাতিগোষ্ঠীর সদস্য।

ধারণা করা হচ্ছে, গতকাল ‘বন্দুকযুদ্ধে’ ১১ কুকি আদিবাসী নিহত হওয়ার জেরে আজ মঙ্গলবার মেইতেই জাতিগোষ্ঠীর ওই দুই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে তাঁদের হত্যা করা হয়েছে কি না, তা নির্দিষ্টভাবে এখনো জানাতে পারেনি পুলিশ।

গতকাল বন্দুকযুদ্ধের পর আজ জিরিবামে কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক এক নির্দেশে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, লাঠি, পাথর, তলোয়ারসহ ধারালো কোনো জিনিস বা এমন কোনো দেশি অস্ত্র, যা দিয়ে কাউকে আঘাত করা যায়, তা নিয়ে রাস্তায় বেরোনোর ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। জেলার পার্বত্য অঞ্চলগুলোতে আজ দোকান-বাজার, গাড়ি—সবকিছু বন্ধ ছিল। পার্বত্য অঞ্চল আদিবাসী–অধ্যুষিত হওয়ার কারণে সেখানে আজ ধর্মঘট পালিত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *