বিক্ষুব্ধ শ্রমিক, পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মিলে ১ হাজার ৩৫৭ জন কর্মরত। তাঁদের মধ্যে বেশির ভাগ শ্রমিক বেতন পেলেও ৩২৭ জন শ্রমিক-কর্মচারী অক্টোবর মাস থেকে বেতন পাচ্ছেন না। গত শনিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এমন অবস্থায় গতকাল রোববার কারখানার সামনে নোটিশ টাঙিয়ে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হন।
আজ সকালে কারখানার সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকাল ৮টা ৫০ মিনিট থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেন।