ভারতে আসছেন মুইজ্জু, বরফ গলছে


তার আরও একটা প্রতিফলন ঘটেছে জাতিসংঘের আসরে যোগ দিতে মুইজ্জুর যুক্তরাষ্ট্র সফরে। সে দেশের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিকে অসম্মান করে তাঁর দুই প্রতিমন্ত্রী ভুল করেছিলেন। মালদ্বীপের সংবাদমাধ্যম ‘আধাধু’ মুইজ্জুর বয়ানে জানিয়েছে, প্রেসিডেন্ট আলোচনা সভায় বলেছেন, ‘ওই ধরনের কথাবার্তা কারও বিরুদ্ধে কারও বলা উচিত নয়। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ওইভাবে কাউকে অপমান করা আমি মানব না। তা তিনি নেতা বা সাধারণ মানুষ যেই হোন। প্রত্যেক মানুষেরই সুনাম থাকে।’
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তাঁর সরকারের ভারতবিরোধিতা ও ‘আউট ইন্ডিয়া’ প্রচারণা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুইজ্জু বলেন, ‘কখনো আমরা কোনো দেশের বিরুদ্ধাচরণ করিনি। ওটা ইন্ডিয়া আউট ছিল না। বিদেশি সেনাদের থাকা দেশের মানুষ মেনে নিচ্ছিল না। সে নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল।’

সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে বাংলাদেশের সঙ্গে। তবে যুক্তরাষ্ট্রে বরফ গলার ইঙ্গিতও পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের। সাউথ ব্লকের এক সূত্র সেই বৈঠককে ‘চেনাজানা পর্ব’ অভিহিত করার পাশাপাশি জানিয়েছে, আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’। ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে বলতে গিয়ে জয়শঙ্করও একই কথা অন্য এক অনুষ্ঠানে বলেছেন। তাঁর বয়ান অনুযায়ী, আজকের দুনিয়ায় হাত ধরাধরি করে চলাই দস্তুর। তাতেই সবার মঙ্গল।

ভারতের নীতিনির্ধারকদের একাংশের ধারণা, মালদ্বীপের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ ক্রমেই গলবে। গলবে পারস্পরিক স্বার্থেই। দরকার দুই দেশের স্পর্শকাতরতা সম্পর্কে সতর্ক পদচারণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *