ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে টানা দুদিন ধরে দীর্ঘ যানজট


হবিগঞ্জ থেকে যশোরগামী পণ্যবাহী ট্রাকচালক মামুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘মনে হচ্ছে আমরা কারও কাছে জিম্মি হয়ে আছি। সামান্য একটু জায়গা ঠিক করে দিলে আমরা ভালো করে চলতে পারি, কিন্তু তা হচ্ছে না।’ ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, ‘সব ঠিক আছে, শুধু এইখানে আসলেই আমাদের ঝামেলা হয়।’

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সরাইল থানার পুলিশ ও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশকে মাঠে থাকতে দেখা গেছে। এর আগে সোমবার দিনভর মাঠে ছিলেন সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, তা ভরাট না করা পর্যন্ত যানজট শেষ হবে না। এখানে তিন ফুটের অধিক বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে এখানে এসে প্রথমে থেমে যেতে হচ্ছে। এরপর ১ থেকে ৫ কিলোমিটার গতিতে চলতে হচ্ছে। আজ দুদিন ধরে সড়কের ওপর আছি। গর্ত ভরাট করে আমাদের বাঁচান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *