পুলিশের অভিযোগের তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে বলসোনারো ছাড়াও তাঁর সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীও আছেন। অন্যদের মধ্যে আছেন ২০২২ সালের নির্বাচনে বলসোনারোর রানিং মেট অবসরপ্রাপ্ত জেনারেল ওয়াল্টার ব্রাগা নেত্তো, তাঁর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অগুস্তো হেলেনো, নৌবাহিনীর সাবেক কমান্ডার আলমির গার্নিয়ার সান্তোস এবং সাবেক আইনমন্ত্রী অ্যান্ডারসন টোরেস, আইনপ্রণেতা আলেক্সান্দ্রে রামাজেম।
হেলেনোর আইনজীবী এবং রামাজেমের সহযোগীরা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ব্রাগা নেত্তো এবং টোরেসের আইনজীবীরা বলেছেন, আনুষ্ঠানিকভাবে পুলিশের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তাঁরা মন্তব্য করবেন না।
রয়টার্সের পক্ষ থেকে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী গার্নিয়ার সান্তোস এবং নৌবাহিনীর প্রতিনিধিদের মন্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
দেশটির সেনাবাহিনী বলেছে, অন্য কর্তৃপক্ষের চলমানপ্রক্রিয়া নিয়ে তারা কথা বলে না।