লেবাননে ব্যাংকে হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গান্টজ। একই সঙ্গে তিনি বলেছেন, আল-কারদ আল-হাসান ব্যাংকে এমন হামলা ছিল গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক এই সদস্য বেনি গান্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে হিজবুল্লাহকে প্রতিবছর ৫০ কোটি করে ডলার দিয়েছে ইরান।
লেবাননের মতো আর্থিক দুর্দশাগ্রস্ত একটি দেশের জন্য এটাকে প্রচুর অর্থ বলে মন্তব্য করেছেন বেনি গান্টজ। তিনি এক্সে আরও লিখেছেন, ‘এর ফলে যেটা হয়েছে লেবাননের সেনাবাহিনীর নিয়মিত সৈনিকেরা খাবারের সংকটে ভুগছে। অন্যদিকে হিজবুল্লাহর মতো একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা পর্যাপ্ত খাবারের সরবরাহ পাচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহ সদস্যদের পরিবারও নিয়মিত খাবার পাচ্ছে।’