বৈসাবি শব্দটি কীভাবে এল, এই নাম নিয়ে কেন বিতর্ক


বৈসাবি নিয়ে কেন বিতর্ক

পাহাড়ের আঞ্চলিক রাজনীতিতে বিভক্তির কারণেই মূলত বৈসাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে রাজনীতি–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলে বিভক্তি দেখা দেয়। বৈসাবি শব্দটি একটি পক্ষ ব্যবহার করে বলে, অন্য পক্ষের এ নিয়ে আপত্তি রয়েছে বলে জানা যায়। মূলত এ কারণেই বৈসাবি শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

১৯৮৭ সালের বৈসাবি উদ্‌যাপন কমিটির নেতা ও বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, একটি আঞ্চলিক দলের শীর্ষ নেতাদের বৈসাবি শব্দ নিয়ে আপত্তি রয়েছে। তাঁরা মনে করেন, বৈসাবি শব্দটি প্রতিপক্ষ আরেকটি দলের কর্মীদের সৃষ্টি। এ জন্য তাঁরা প্রচার করেন, বৈসাবি নামে পাহাড়ে কোনো উৎসব নেই। সাবেক ওই নেতা আরও বলেন, প্রকৃতপক্ষে রাঙামাটি কলেজের ছাত্ররা নব্বইয়ের দশকে বৈসাবি শব্দটি ব্যবহার করেছেন সাংস্কৃতিক ঐক্যের প্রয়োজনে। এটি কোনো রাজনৈতিক চিন্তা থেকে আসেনি। সেই সময়ে প্রকাশ্য কোনো রাজনৈতিক দলও ছিল না। সরকারের দমন-পীড়নের প্রতিবাদের প্রয়োজনে এটি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *