আজ রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হয়ে যাবে। এ উপলক্ষে ঢাকার সদরঘাট ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সরেজমিন সদরঘাটে গিয়ে দেখা গেছে, প্রতিমা বিসর্জন উপলক্ষে ঢাকা মহানগর পূজা কমিটির পক্ষ থেকে পুরান ঢাকার সদরঘাট টার্মিনালের কাছে বিনা স্মৃতি স্নান ঘাটে অস্থায়ী প্রতিমা বিসর্জন মঞ্চ নির্মাণ করা হয়েছে। এ এলাকায় ও বুড়িগঙ্গা নদীতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। সদরঘাট ও এর আশপাশ এলাকায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।