এরপর ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার অপেক্ষায়, তখনই রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ভালভের্দে। যোগ করা সময়ের তিন মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। উরুগুয়ের তারকার গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘ভালভের্দে এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ ছিল। আর দল হিসেবে আমরা প্রথমার্ধে খানিকটা ধীরগতির ছিলাম কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। আর্সেনালের কাছে হেরে বিদায়ের পর আমরা ঘুরে দাঁড়িয়ে একটা বার্তা দিতে চেয়েছিলাম।’