বান্দরবানে দুর্গম পাহাড়ি এলাকায় বড়দিনের উপহার ও চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী


রোয়াংছড়ির রৌনিনপাড়া, পাইক্ষ্যংপাড়া, খামতাংপাড়া ও ক্যাপলংপাড়ায় বড়দিনের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসব পাড়ায় বসবাসকারীদের ৯৫ শতাংশ বম এবং ৫ শতাংশ খেয়াং জনগোষ্ঠীর। বড়দিনের উপহার পেয়ে পাড়াবাসী সন্তুষ্টি প্রকাশ করেন। উপহারসামগ্রী বিতরণের সময় সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পাড়ার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাইপাড়া সাব জোনের আওতাধীন রুমা উপজেলার জারুলিয়াছড়ি পাড়ায় খ্রিষ্টধর্মাবলম্বী ম্রোদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই এলাকা খুবই দুর্গম এবং বাসিন্দারাও খুবই দরিদ্র। তাঁদের ৪০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ লিটার তেল, ১০ কেজি চিনি, ৫ কেজি চা–পাতা ও ৫ কেজি লবণ এবং আনুষঙ্গিক মসলা বিতরণ করা হয়। সেনা সাব জোনের থিনদোলতে ত্লাং টিওবি ক্যাম্প কমান্ডার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *