আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল আলমসহ বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল-মোটেল মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেছেন, নিরাপত্তার বিষয় বিবেচনা করে গত ৮ অক্টোবর থেকে জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। গতকাল জেলা কোর কমিটির সভায় বিস্তারিত আলোচনায় আগামীকাল থেকে বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় এবং একই সঙ্গে চিম্বুকপাহাড় ও নীলগিরিতে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। তবে রুমা, থানচি ও রোয়াংছড়ি—এই তিন উপজেলায় পর্যটনের ব্যাপারে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি সাপেক্ষে সেখানে পর্যটক ভ্রমণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।