কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন। ভাষণে সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নৌবাহিনী আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী। তাঁরা সমুদ্রসীমা রক্ষা, সমুদ্রসম্পদের নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সততা, নেতৃত্ব ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, দেশসেবার মতো মহৎ পেশা বেছে নেওয়ায় আপনাদের অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।