স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস—সবাই মিলে একসঙ্গে কাজ করছে। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই তাঁরা সবাই এখানে এসেছেন। এখানে পুণ্যস্নান করে সবাই যাতে পুণ্য থাকতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।
দেশের নিরাপত্তা নিয়ে গুজব ছড়ানো–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোন ইউটিউব চ্যানেল কোথায় কী বলল, অনেকে আছে, মিথ্যা সংবাদ দিলে লোকজন বেশি দেখবে, সে পয়সাটা বেশি পাবে। এ জন্য অনেকে অনেক উদ্দেশ্যে কাজ করে। বিদেশি মিডিয়া, যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, তারাও অনেক সময় চায় একটি মিথ্যা সংবাদ দিতে। আপনারা সত্য সংবাদ তুলে ধরে তাদের মিথ্যা সংবাদের কাউন্টার দেবেন। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে। আমি আশা করব, আপনারা সত্য সংবাদ দেবেন। আমাদের যদি কোনো ভুল থাকে, আপনারা বলেন, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। এ জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।’