এর আগে প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, কলেজ অধ্যক্ষ মাহিনুর আক্তার এবং ওফার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিনসহ অতিথিরা।
অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।