পূর্বশত্রুতার জেরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৬ জনের আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মামলাটি করেন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম।
মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাঁদের নাম জানায়নি পুলিশ।
ওসি সফর আলী বলেন, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দুটি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় অনেকে আত্মগোপনে ছিলেন। তবে অভিযানকালে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।