আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন, কুমিল্লা সওজ, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ কয়েকটি দপ্তরের যৌথ অভিযানে বাজারটি পুরোপুরি দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বাজার দখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
এলাকার কয়েকজন বাসিন্দা বলছেন, ২০১৯ সালের ডিসেম্বরে বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় বাজারে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল সওজ; কিন্তু অভিযানের এক মাসের মধ্যে আবার দখল হয়ে যায়। দীর্ঘদিন পর বাজার পুরোপুরি দখলমুক্ত হলেও ভবিষ্যতে যাতে আবার দখল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে প্রশাসন ও সওজের কর্মকর্তারা বলছেন, বাজার দখল রুখতে তাঁরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন।