পার্বত্য চট্টগ্রাম শিক্ষা ও স্বাস্থ্যসুবিধায় পিছিয়ে আছে, তা সবার জানা। দুর্গম পাহাড়ে থাকা বাসিন্দাদের জন্য মৌলিক এসব সুবিধা একেবারেই অপ্রতুল। এর জন্য তাদের উপজেলা বা জেলা শহরে আসতে হলে সবার পক্ষে তা সম্ভব হয় না। শিক্ষাসুবিধা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের একটি জেলা বান্দরবানের সাতটি জেলায় আটটি সরকারি উচ্চবিদ্যালয়ে একাডেমিক ও ছাত্রাবাস ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এসব ভবনের কাজ কবে শেষ হবে, কেউ জানেন না।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পাঁচ বছর আগে বান্দরবান উচ্চবিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রুমা উচ্চবিদ্যালয়, থানচি উচ্চবিদ্যালয়, রোয়াংছড়ি উচ্চবিদ্যালয়, লামা উচ্চবিদ্যালয়, আলীকদম উচ্চবিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ি উচ্চবিদ্যালয়ের জন্য আটটি ছয়তলা বিদ্যালয় ভবন, আটটি পাঁচতলাবিশিষ্ট ছাত্রাবাস এবং ছয়টি তিনতলার ঊর্ধ্বমুখী একাডেমিক ভবনসহ মোট ২২টি ভবন নির্মাণের কথা রয়েছে। এ জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে থানচি ও লামা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শুরু হয়নি। শুরু হয়নি সাত উপজেলার আটটি বিদ্যালয়ের আটটি ছাত্রাবাসের কাজও।