দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক এক যুবক পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয়েছে আজ। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম রয়েল হোসেন (৩৫)।
খোঁজ নিয়ে জানা যায়, পলাতক রয়েল হোসেন উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।