ট্রাম্প বলেন, ‘অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কিছুর দিক থেকে নয়, এ যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে। আমাদের সত্যিই সেই যুদ্ধ বন্ধ করতে হবে।’
পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, ‘আমি শুনেছি, পুতিন আমার সঙ্গে দেখা করতে চান। আমরা যত দ্রুত সম্ভব, তা করব। যুদ্ধক্ষেত্রে সেনারা মারা যাচ্ছে।’
দাভোসে বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তির খসড়া তৈরি হচ্ছে।