পাহাড়ে অশান্তি-বিভাজন জিইয়ে রাখতে চায় একটি পক্ষ: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা আর দ্বিতীয় পক্ষকে সুবিধা নিতে দেব না। আমাদের মধ্যে যদি সমস্যা থাকে, আমরা নিজেরাই সুরাহা করব। এ জন্য আপনাদের–আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ রোববার দুপুরে রাঙামাটিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ে অশান্তি–বিভেদ দূর করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বাংলাদেশকে যেকোনো আধিপত্যবাদী হাত থেকে রক্ষা করতে হলে সব সম্প্রদায়কে একত্রে লড়াই চালিয়ে যেতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *