বইটির আলোচনায় লিখিত বক্তব্য পড়ে শোনান লেখক–গবেষক সৈয়দ তারিক-উজ-জামান। তিনি বলেন, বইটিতে ১৮টি লেখা সংগৃহীত, সম্পাদিত ও সংকলিত হয়েছে। এতে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, নৃতাত্ত্বিক, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক বিষয়গুলো উঠে এসেছে। এ অঞ্চলের বাস্তবতা, অতীত থেকে পরিবর্তনের ধারাও ফুটে উঠেছে।