সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সরকারি ও বেসরকারি আগ্রাসন এখনো বন্ধ হয়নি। ইকোপার্ক, পর্যটনকেন্দ্রের নামে ভূমি দখল চলছে। এগুলো বন্ধ করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রেখে বাংলাদেশ শান্ত হতে পারে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই পার্বত্য চট্টগ্রামেও গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য অনিক রায় বলেন, স্বাধীন বাংলায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। এ সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের সৃষ্ট জটিলতা সমাধান করতে হবে। চুক্তি বাস্তবায়নে নতুন করে আলোচনা প্রয়োজন।
আলোচনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী। চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য দীপায়ন খীসার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক মেনথেইন প্রমীলা, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আরেক যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন প্রমুখ।