গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু পাহাড়ে হত্যাকারীদের পরিচয় প্রকাশ এবং তাদের বিচারের আওতায় আনার দাবি করেন।
বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্পত্তির ধারণা এক নয় উল্লেখ করে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাঙালিদের সম্পত্তির ধারণা ব্যক্তিগত, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হচ্ছে সামষ্টিক সম্পত্তির অধিকারের ধারণা। সে কারণে ব্রিটিশরা যখন সম্পত্তির জরিপ পরিচালনা করে, তখন পার্বত্য চট্টগ্রামকে জরিপের বাইরে রাখা হয়েছিল। বাংলাদেশ আমলেও জরিপ হয়নি। পাহাড়ে ব্যক্তিগত সম্পত্তির ধারণা তখনো ছিল না, এখনো নেই। যদি জরিপই না করা হয়, তাহলে তাদের কাছে কাগজ চাওয়া হয় কোন যুক্তিতে?
গণতান্ত্রিক সংবিধান না হলে পাহাড়ে গণতন্ত্র আসবে না উল্লেখ করে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, নতুন সংবিধানে সবার অধিকার সুরক্ষিত করতে হবে।