দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা স্বপূর্ণ কুমার সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় মোট ১৬ জন শিক্ষার্থী এসেছিল। তাদের মধ্যে সূর্য রহমান রাজা (১৫), ওয়ালিদ (১৩) ও বিভোর (১৫) নামের তিনজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ফুটবল খেলে শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। একটি পক্ষ সড়ক অবরোধ করে। ইউএনও ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।