নেত্রকোনার কলমাকান্দায় সেচপাম্পের মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। আজ মঙ্গলবার দুপুরে পোগলা ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন ধীরপুর গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. রফিকুল ইসলাম ফকির (৫২) ও একই গ্রামের ফজু মিয়ার ছেলে রূপায়ণ মিয়া (২৮)। আর আহত ব্যক্তির নাম জায়েদুল মিয়া (২৫)। তিনি ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।