আজ বিকেলে জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো কক্ষে কর্মকর্তা-কর্মচারী নেই। মহাব্যবস্থাপক আকরাম হোসেন সাড়ে চারটা পর্যন্ত নিজ কক্ষে থেকে তালা লাগিয়ে চলে যান। কার্যালয়ের প্রধান ফটক ও ভেতরে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন আছে। কার্যালয়ের বাইরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে ছয়জন আন্দোলনকারীকে অবস্থান করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন আন্দোলনকারী প্রথম আলোকে বলেন, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণের মাধ্যমে তাঁরা কাজ করতে করতে চান। তাঁদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আরইবির কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা ভাতা পান দেড় হাজার টাকা আর সমিতির ক্ষেত্রে এক হাজার। তিনি বলেন, গত ১৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সমিতির ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে ৩১ আগস্ট থেকে চার দফা দাবিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচি চলাকালে আজ পর্যন্ত ৯ জনসহ মোট ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে আরইবি।