চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের প্রক্রিয়া যথাযথ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার কৌশল।’
আজ সোমবার এনডিএমের দপ্তর সম্পাদক জাবেদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা প্রথমেই অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন আওয়ামী ফ্যাসিস্টরা এখন কোথায়? পতিত স্বৈরাচার হাসিনার দোসর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ভিআইপি প্রটোকলে বিদেশ গমন করতে দেওয়ার পর এখন চুনোপুঁটি নায়িকাকে বিমানবন্দরে আটক করছে সরকার।’