নির্বাচন প্রসঙ্গ: সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো


রোডম্যাপের অপেক্ষায় বিভিন্ন দল

নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে তাঁর মতামত বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন, সময় ও সংস্কার প্রশ্নে সংশ্লিষ্ট পক্ষগুলো একটি রোডম্যাপের কথা বলে আসছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। সেটি তাঁরা প্রত্যাশা করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেনও (প্রিন্স) মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই একটা রোডম্যাপ দেওয়া উচিত ছিল। নির্বাচন, সংস্কার ও সময়ের ব্যাপারে তাঁরা এখনো সরকারের রোডম্যাপের অপেক্ষায় থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

তবে রুহিন হোসেন বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান যে ১৮ মাস সময়ের কথা বলেছেন, এর মাধ্যমে তিনি অন্তত সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন। সে জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *