ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমরা কর্মপরিবেশের মধ্যে থেকেই এবারের দিবস উদ্যাপন করছি।’ ‘জুলাই স্টর্ম’ নামের নৌবাহিনীর বিশাল সামরিক মহড়ায় অংশ নেওয়া সেনাদের উদ্দেশে তিনি এই ভিডিও বার্তা দেন।
পুতিন জানান, বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে চলতি সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া এই মহড়ায় ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন।
পুতিন আরও বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই আমাদের মূল কাজ।’ ক্রেমলিনের তথ্যমতে, রোববার সেন্ট পিটার্সবার্গ থেকেই পুতিন এই ভিডিও বার্তা দিয়েছেন।