পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে। এতে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে দেশটির বিভিন্ন ইউনিটে সেনা ও কর্মকর্তারা অংশ নেন। ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মহড়া চালাল পাকিস্তান।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মহড়ায় লাইভ ফায়ার বা সরাসরি গুলি চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলামে অবস্থিত টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) পাকিস্তান সেনাবাহিনীর মাঙ্গলা স্ট্রাইক কোর মহড়াটির আয়োজন করে।