আয়োজক কমিটির চেয়ারম্যান ও এডুলাইফ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমির হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের তরুণদের জন্য এ আয়োজন নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রযুক্তির মাধ্যমে এখানকার তরুণেরা যেন নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’
দিনব্যাপী এ আয়োজনে প্যানেল আলোচনায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ফ্রিল্যান্সিং, উদ্যোক্তাদের মান উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেন জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ভূঁইয়া, লার্ন উইথ সুমিতের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, লার্ন উইথ রাব্বিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রাব্বিল হাসান, ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল রহমান, স্কিলআপারের প্রধান প্রশিক্ষক শামিম হোসেনসহ অনেকে।