গতকাল রাতে উপজেলা খাদ্যগুদামের প্রধান সহকারী জুলহাস উদ্দীন পাঁচ লাখ টাকা নিয়ে নাজমুলের সঙ্গে দেখা করতে যান। মডেল মসজিদের সামনে ঘুষের টাকা নিতে এলে এনএসআইয়ের কর্মকর্তারা সেনাসদস্যদের সহায়তায় নাজমুলকে হাতেনাতে আটক করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ ঘটনায় জুলহাস উদ্দীন বাদী হয়ে থানায় মামলা করেছেন। নাজমুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।