দেশসেরা অ্যাথলেটদের বিদেশেও সেরা হওয়ার প্রস্তুতি


এ বছরের মে মাসে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। কদিন আগে জাতীয় স্টেডিয়ামে হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ভালো করা অ্যাথলেটরাই এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে আগামীকাল ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৭ দিনের জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্পের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৭ জন করে মোট ১৪ অ্যাথলেট।

সাউথ এশিয়ান অ্যাথলেটিকস আর ওয়ার্ল্ড ইনডোরকে সামনে রেখে এমন প্রশিক্ষণ ক্যাম্প শুরু করলেও এর মধ্যেই এসএ গেমসের প্রস্তুতিটা এগিয়ে রাখতে চান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম, ‘আমরা ৬ মার্চ ক্যাম্প শুরু করব। সেখানে জহিরও থাকবে। পাশাপাশি আরও কয়েকজন অ্যাথলেটও থাকবে। এখন আমরা সাউথ এশিয়ান অ্যাথলেটিকস টার্গেট করে ক্যাম্প করব। এর মধ্যে এসএ গেমসেরও একটা প্রস্তুতি হয়ে যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *