আজ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। স্কুলের ভেতরেও পুলিশ অবস্থান করছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় বলেন, বিদ্যালয়ের ৯৫ শতাংশ শিক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করায় গত বৃহস্পতিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল। আজ থেকে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে আনা হচ্ছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর অনেক শিক্ষার্থী পরিবারসহ আত্মীয়স্বজনের বাড়ি চলে যায়। তাদের কেউ কেউ এখনো ফেরেনি।
বেলা একটার দিকে আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে কোনো শিক্ষার্থীকে দেখা গেল না। প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মোহন্তও বিদ্যালয়ে নেই।