সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্র–নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভি এ খবর জানিয়েছে।
দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযানের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর এক দিন পর এ হামলা ও হতাহতের ঘটনা ঘটল।
সিরিয়ার সংবাদমাধ্যমটি আজ বুধবার দিনের শুরুতে জানায়, দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হেনেছে।
গত ডিসেম্বের সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল–আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর পর থেকে সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল।